জুলাই 6, 2024
Latest:
জেলাফিচার

২০০ বছরের প্রাচীন রাধাবল্লভ মন্দিরে রাস উৎসব

এনএফবি, মুর্শিদাবাদঃ

কোভিড মহামারি পরিস্থিতিতে দুই বছর রাস উৎসব হয়নি। মঙ্গলবার রাস পুর্নিমা। রাস পুর্নিমা উপলক্ষে উৎসবের আয়োজন করা হয় কান্দিতে।
তবে এ বছর মেলা, বাউল গান-সহ নানান অনুষ্ঠান পরিচালনা হবে।

আজ থেকে প্রায় দু’শো বছরের প্রাচীন লালাবাবু আমলে থেকে এই কান্দি রাজ পরিবারের রাস উৎসবের সূচনা করা হয়েছিল। মুর্শিদাবাদ জেলার কান্দি রাধাবল্লভ জিউর মন্দিরের রাসযাত্রার একটা আলাদা গুরুত্ব রয়েছে। চিরা চরিত প্রথা অনুযায়ী এই রাস উৎসব মেতে ওঠেন কান্দিবাসী। তাই শুধু কান্দি থেকে নয় পাশের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ আসেন এখানে পুজো দিতে ও রাস উৎসব দেখতে। আগামী পনেরো দিন ধরে চিরা চরিত প্রথা অনুযায়ী চলবে এই রাস উৎসব, রাস উৎসব উপলক্ষে বসেছে বিশাল মেলা।