জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

পর্যাপ্ত সামগ্রী না দেওয়ার অভিযোগে গ্রাহকদের ক্ষোভের মুখে রেশন ডিলার

এনএফবি,মুর্শিদাবাদঃ

দুয়ারে রেশনে পর্যাপ্ত সামগ্রী না পাওয়ায় ক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার হরিশপুর এলাকায়। ওই রেশন দোকানের ডিলার আব্দুল ওহাবের বহড়ান এলাকায় রেশনের দোকান । শুক্রবার হরিহরপাড়া থানার হরিশপুরে দুয়ারে রেশনে এসে বিক্ষোভের মুখে পড়ে রেশন ডিলারের ছেলে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেশনের সামগ্রী কম দেয়া হচ্ছে, রিসিভ কপি দেওয়া হচ্ছে না আর সে কথা বলতে গেলেই রেশন দোকান মালিকপক্ষ ভুল বোঝাচ্ছে গ্রাহকদের।

বিক্ষুব্ধ গ্রামবাসী। নিজস্ব চিত্র

এই নিয়ে ক্ষোভ শুরু হয় গ্রাহকদের মধ্যে। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। তারপরে স্থানীয় বাসিন্দাদের কথামতো দোষ স্বীকার করে নেয় ডিলারের ছেলে শাহীন সহিদ । গ্রাহকরা জানান, রিসিভ কপিতে মোট ৪০ কেজি খাদ্য সামগ্রী পাওয়া যাবে বলে উল্লেখ থাকলেও ডিলার ৩০ কেজি দিয়ে গ্রাহকদের তাড়িয়ে দিচ্ছে। যতক্ষণ না পর্যন্ত পর্যাপ্ত মাল দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ দেখাতে থাকেন। প্রায় দুই ঘন্টা পর ডিলারের ছেলে রিসিভ বের করে তারপরে আবার পুনরায় রেশনের সামগ্রী দেওয়া শুরু করে। ডিলারের ছেলে জানান রিসিভ প্রোভাইড করা হয় না সেজন্য রিসিভ দেওয়া হচ্ছে না।
এই ঘটনায় বিডিও রাজা ভৌমিক জানান, ” আমরা বিষয়টা খাদ্য দপ্তরের আধিকারিকের সাথে কথা বলে বিষয়টা তদন্ত করে দেখছি।”