জুলাই 5, 2024
Latest:
জেলা

কোচবিহার জেলা তৃণমূলের প্রথম কোর কমিটির বৈঠকে অনুপস্থিত রবি অনুগামীরা

এনএফবি, কোচবিহারঃ

বহু চর্চিত কোচবিহার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির প্রথম বৈঠক হল আজ। এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায়ের বাড়িতে এই কোর কমিটির প্রথম বৈঠক হয়। তবে উল্লেখযোগ্য ভাবে এই কোর কমিটির বৈঠকে থাকতে দেখা গেল না রবীন্দ্র নাথ ঘোষ অনুগামীদের।
এদিন এই বৈঠকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কমলেষ অধিকারী, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষা সুচিস্মিতা দেব শর্মা, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা নিরঞ্জন দত্ত সহ অন্যান্যরা।
তবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটিতে নাম থাকা সত্ত্বেও উল্লেখযোগ্য ভাবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না রবি অনুগামি হিসেবে পরিচিত, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরিন্দ্র নাথ বর্মণ, সিতাই বিধান সভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সহ-চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মণ, জেলা আইএনটিটিইউসি সভাপতি পরিমল বর্মণ।
কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বলেন,” মূলত কোচবিহার জেলায় আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিভাবে কাজ করবে সে বিষয়ে এই কমিটির বৈঠকে আলোকপাত করা হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আগামী ৫ তারিখ তৃতীয় বর্ষের প্রথম বছর পূর্ণ করবে, আর সেই উপলক্ষ্যে বিভিন্ন ব্লকে অভিনন্দন ও বিজয় মিছিল করা হবে।” এছাড়াও বিভিন্ন ব্লকে এখনও ব্লক সভাপতি নেই, সেই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে অবিলম্বে ব্লক সভাপতি ঘোষণা করা হবে বলেও জানান জেলা সভাপতি।

কোর কমিটির অনেকের অনুপস্থিতি নিয়ে জেলা সভাপতি বলেন, “অনেকের শরীর ভালো নেই। আমাকে অনেক জন বলেছে তাদের না আসার কারণ আর যারা এখনও বলেনি তারাও খুব শীঘ্রই জানিয়ে দেবেন।”
দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ বলেন,” প্রথম বৈঠক হল, আসতে আসতে যা সিদ্ধান্ত হল তা সবাই জেনে যাবে।” এদিন তাকে অনেকের অনুপস্থিতির কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “কাল ঈদ গিয়েছে, খাওয়া দাওয়া এদিক ওদিক হয়েছে শরীর ঠিক নেই হয় তো।” গিরিন্দ্র নাথ বর্মণের অনুপস্থিতি নিয়ে বলেন, তিনি জরুরি তলবে কলকাতা গিয়েছেন তাই তিনি নেই।
প্রসঙ্গত, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির তালিকা নিয়ে ইতিমদ্ধেই বহু জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ এই কোর কমিটির তালিকার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে। তারপর আজ এই কোর কমিটির প্রথম বৈঠক, তবে উপস্থিত নেই অনেক সদস্য। যা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।