জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

সরস্বতী পুজোর থিমেও এবার কাঁচা বাদাম

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

শ্যামসুন্দর পুর পাটনা ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি সরস্বতী পুজো এবছর ৪৫ বছরে পদার্পণ করল। কমিটির প্রতিটি সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় নিজহস্তে তৈরি হয়েছে এ বছরের পুজোর থিম। তাদের এ বছরের পুজোর থিম ছিল কাঁচা বাদাম।

গতকাল পুজো মণ্ডপ থেকে পেতলের রথযাত্রা, বাজনা বাজিয়ে নাম সংকীর্তন, সাঁওতালি নৃত্য সহযোগে মাইসোরা পর্যন্ত যায় এবং সেখানেই একটি লাকি কুপন প্রতিযোগিতা হয় সেখানে প্রথম সাত জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি শশধর দাস, সম্পাদক অভিজিৎ মান্না, কোষাধক্ষ্য চন্দন বেরা সহ অন্যান্য সদস্যবৃন্দ। সংঘের সদস্য সুজিত মান্না বলেন, “সমস্ত পুজো মণ্ডপটি আমাদের সংঘের সদস্যদের হাতে নির্মিত। আমরা প্রতি বছরই নিজেরা নিত্য নতুন থিম সাধারণ মানুষকে উপহার দিই। এ বছরও সমস্ত প্রতিকূল পরিবেশ কে উপেক্ষা করেই আমরা আমাদের সমস্ত সদস্যদের নিয়ে সাধারণ মানুষকে উপহার দিলাম কাঁচা বাদাম থিমের পুজো। প্রচুর মানুষ আমাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে সর্বোপরি আজকের পেতলের রথ যাত্রাতে প্রচুর মানুষ আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন। সবাইকেই সঙ্ঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।”