অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
দুর্দান্ত রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে দিল তারা। এই নিয়ে ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল রিয়াল। দলের হয়ে একমাত্র গোল করেন ব্রাজিলের তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়র। খালি হাতে ফিরতে হল লিভারপুলকে।
শনিবার রাতে ফাইনাল ম্যাচটা দারুণভাবে শুরু করেছিল লিভারপুল। প্রাথমিক জড়তা কাটিয়ে প্রথমার্ধে নিজেদের দাপট দেখাল জুরগেন ক্লপের দল। ম্যাচের ১৬ মিনিটের বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন লিভারপুল তারকা মহম্মদ সালাহ। তাঁর শট কোনওক্রমে বাঁচান রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কুর্তোয়া। বিরতির ঠিক আগে অবশ্য একটি গোল করেছিলেন করিম বেনজিমা। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে রেফারি সেই গোল অফসাইডের কারণে বাতিল করে দেন। ম্যাচের ৫৯ মিনিটের মাথায় দুরন্ত গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ভিনিসিয়াস। শেষ পর্যন্ত এক গোলেই জেতে রিয়াল।