জুলাই 5, 2024
Latest:
জেলা

তিস্তায় লাল সতর্কতা জারি, জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা জলমগ্ন

এনএফবি, জলপাইগুড়িঃ

রাত থেকে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে। একইসাথে সংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বুধবার সকালে তিস্তা ব্যারেজ থেকে ১৫৫৮ কিউমেক ( কিউসেক নয়) জল ছাড়া হয়েছে। জলস্তর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে বুধবার সকালেও একই অবস্থা, অবিরাম বৃষ্টিতে জলমগ্ন নয়াবস্তী মোড় সহ শহরের একাধিক এলাকা।মঙ্গলবারের পর বুধবার সকালেও জলপাইগুড়ি শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে ৷ অবিরাম বৃষ্টিতে বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় জল উঠে পড়েছে ৷ জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যস্ত পথ নয়াবস্তী মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত রাস্তা জলে থৈ থৈ ৷

যদিও মঙ্গলবারের তুলনায় জলের পরিমাণ কিছুটা কম বলে জানালেন স্থানীয় ব্যবসায়ী উদয় শংকর বসাক ৷ উদয় বাবু বলেন, এখনও বৃষ্টি হচ্ছে তাই জল বাড়ার সম্ভবনা তো থেকেই যাচ্ছে।