জুলাই 3, 2024
Latest:
জেলাফিচার

অতিবৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহর,তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি লাল সতর্কতা

এনএফবি, কোচবিহারঃ

গতকাল রাত থেকে প্রবল বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহরের একাধিক এলাকা। শহরের স্টেশনমোড় এলাকা থেকে সুনীতি রোড, রাজবাড়ীর সামনে থাকা কেশব রোড সহ বেশ কিছু রাস্তার উপর দিয়ে জলের স্রোত বইতে শুরু করে। বহু এলাকায় বাসিন্দাদের বাড়িতে জল ঢুকে চরম দুর্ভোগের হয়েছে। সুনীতি রোড, কলাবাগান এলাকায় হাঁটু-সমান জল। এছাড়াও, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমেছে। কোথাও কোথাও বাড়িতেও জল ঢুকেছে। সব মিলিয়ে চরম দুর্ভোগে কোচবিহার শহরের বাসিন্দারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় ২৩১.৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কোচবিহার সদরে। এই প্রবল বৃষ্টির জেরেই শহরের বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে পড়েছিল বলে মনে করা হচ্ছে। এদিন দিনভর দু এক পশলা বৃষ্টি হলেও তেমন প্রবল বৃষ্টি হয়নি। তাই বেলার দিকে সব এলাকা থেকেই জল নামতে শুরু করেছে বলে জানা গিয়েছে। জমা জলে চরম ভোগান্তির মুখে কোচবিহারবাসী। সুনীতি রোড, কলাবাগান এলাকায় হাঁটু-সমান জল। কোথাও কোথাও বাড়ির ভিতরেও জল ঢুকেছে। যার জেরে চরম ভোগান্তির মুখে কোচবিহারবাসী। প্রবল বৃষ্টির কারণে জল জমলেও, খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে বলে মত কোচবিহার পুরসভার।

নিজস্ব চিত্র

হাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যে বৃষ্টির জলে ফুলে ফেঁপে উঠেছে নদী। গত রাতের প্রবল বৃষ্টির জেরে কোচবিহার শহর লাগোয়া তোর্সা নদীতেও জলস্তর বৃদ্ধি পেয়েছে। এখনও নদীর কোন অংশে এদিন বিকেল পর্যন্ত সতর্কতা জারি করা হয়নি বলে প্রশাসন সূত্রে খবর। ইতিমধ্যেই তাই, লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

অপরদিকে প্রবল বৃষ্টির জেরে বেড়েছে নদীর জলস্তর।তিস্তায় গতকয়েকদিনে বারবার লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় বেড়েছে নদীর জলস্তর। তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। তিস্তার সংরক্ষিত এলাকায় শহরাঞ্চলে দোমোহনি থেকে বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা জারি রয়েছে। একইভাবে ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে ডুয়ার্সের জলঢাকা নদীতে জলস্তর বাড়ায় গত সপ্তাহেই সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর। অন্যদিকে, জল বাড়ায় গতকাল তিস্তা পাড়ে বেশ কিছু অংশে ফাটল দেখা যায়। দ্রুত মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর।