জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

স্বস্তি চেন্নাই শিবিরে,কাটলো মইন আলির ভিসা সমস্যা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সমস্ত জটিলতা কেটে গেল। চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার মইন আলির ভিসা সমস্যা মিটে গেলো। মইন প্রায় এক মাস আগে ভারতে আসার জন্য ভিসার আবেদন করেছিলেন। কিন্তু পাক বংশভ্রূত নাগরিকদের ভারতে আসার ক্ষেত্রে ভিসার জটিলতা আছে, সেই কারণে মইনের ভিসা পেতে সমস্যা হয়।যদিও শনিবারের KKR ম্যাচে তার মাঠে নামা হবে না।
চেন্নাই সুপার কিংসের,সিইও কাসি বিশ্বনাথন বলেছেন, “তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাই পৌঁছাবেন এবং সরাসরি আইসোলেশনে চলে যাবেন।কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তবে আমরা খুশি যে সমস্ত অনিশ্চয়তা কেটে গেছে।”

মইন আইসোলেশন থেকে বেরিয়ে এলেই দলের বাকি সদস্যদের সঙ্গে যুক্ত হবেন এবং শেষ মুহূর্তে যদি ব্যাপক কোন পটপরিবর্তন না হয় তবে CSK র দ্বিতীয় ম্যাচ থেকেই তাঁকে প্রথম একাদশে পেতে বাধা থাকবে না। ৩১শে মার্চ IPL অভিষেককারী দল লখনউ SUPER GIANT বিরুদ্ধে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।

চেন্নাই সুপার কিংস নিলামের আগে যে চার ক্রিকেটারকে ধরে রেখেছিল তাঁদের মধ্যে একজন ছিলেন মইন আলি। উল্লেখ্য, মইন ছিলেন ওই চারজনের মধ্যে একমাত্র বিদেশী ক্রিকেটার। ৮ কোটি টাকার বিনিময়ে মইনকে রিটেইন করেছিল CSK।

এবার IPLসেনাবাহিনীকে সম্মান জানাতে নতুন জার্সি পরে মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনির সিএসকে। এদিন সেই জার্সি উন্মোচন হয়। জার্সিতে দেখা যাচ্ছে এই জার্সিতে কাঁধের দিকে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে রয়েছে কামোফ্ল্যাগ। চেন্নাই সুপার কিংস মোট চার বার আইপিএল জিতেছে। সেই চারটি ট্রফি জয়ের সাফল্যকে মাথায় রেখে চারটি তারকা চিহ্ন রাখা হয়েছে জার্সিতে। ২০১০ সালে প্রথম বার IPL জেতে মহেন্দ্র সিং ধোনির’র নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। ২০১১ সালে দ্বিতীয় খেতাব জেতে CSK। ২০১৮ এবং ২০২১ সালে তৃতীয় এবং চতুর্থ বার IPL জিতেছিল চেন্নাই সুপার কিংস। জার্সির মাঝে রয়েছে স্পনসর টিভিএস ইউরো গ্রুপের লোগো। ২৬ মার্চ IPL-এর উদ্বোধনী ম্যাচে কলকাতার বিরুদ্ধে IPL -এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই। গত বছর এই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েই চতুর্থ বার IPL খেতাব জিতেছিল CSK।