জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

স্বস্তি ভারতীয় শিবিরে, ফিট হিটম্যান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অবশেষে স্বস্তি ভারতীয় শিবিরের অন্দরে। কোমড়ের চোট সারিয়ে এখন সম্পূর্ণ ফিট ভারত অধিনায়ক রোহিত শর্মা। একটা গুঞ্জন শুরু হলেও ভারতীয় ফ্লোরিডাতে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন দ্য হিটম্যানই। আর তাতেই স্বস্তি ভারতীয় ক্রিকেট মহলে। আগামী ৬ ও ৭ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফ্লোরিডাতে সিরিজের শেষ দুটো টি টোয়েন্টি ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে যার মহড়া। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা।

সেন্ট কিটসে তৃতীয় টি টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের হাত ধরে জয়ের সরণীতে ফিরেছে ভারতীয় দল। সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার সেই মঞ্চেই আবার ভারতীয় দলে অস্বস্তির আবহেরও সৃষ্টি হয়েছিল। ভারতের ব্যাটিং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মাঠ চাড়তে হয় রোহিত শর্মাকে। মাত্র পাঁচ বল খেলেই রিটায়ার হার্ট নেন তিনি। আর তাতেই চিন্তা বাড়ে সকলের। ১১ রান করেই কোমড়ের যন্ত্রনার জন্য রিটায়ার হার্ট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ভারতীয় দলের অধিনায়ক।

সেই থেকেই শুরু হয়ে গিয়েছিল রোহিত শর্মার চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টি খেলা নিয়ে নানান জল্পনা। আগামী ৬ ও ৭ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফ্লোরিডাতে চতুর্থ ও পঞ্চম টি টোয়েন্টিতে নামবে ভারতীয় দল। সেখানে রোহিত শর্মা যদি একান্তই খেলতে না পারেন তবে সেই জায়গায় কাকে অধিনায়ক হিসাবে খেলানো হবে তা নিয়েও শুরু হয়েছিল একটা জল্পনা। যদিও শুক্রবারই সমস্ত জল্পনার অবসান ঘটেছে। ফ্লোরিডাতে দুই ম্যাচেই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

কোমড়ে অসুবিধা অনুভব হওয়ার পরই মাঠে থাকার ঝুঁকিটা নেননি রোহিত শর্মা। রিটায়ার হার্ট নিয়ে ১১ রানের মাথাতেই সেই ম্যাচ থেড়ে বেড়িয়ে এসেছিলেন ভারতীয় দলের অধিনায়ক। যদিও তাতে ভারতের জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি। রোহিত শর্মা চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন। সেইসঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব সেরে ওঠা যায় তারও চেষ্টা শুরু করে দিয়েছিলেন। শুক্রবারই তাঁকে সম্পূর্ণ জানিয়ে দেওয়া হয়েছে।