স্বস্তি মিঠুনের

mithin chakraborty

এনএফবি, নিউজ ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের প্রচার সভায় বিতর্কিত বক্তব্যের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা থেকে স্বস্তি মিলল অভিনেতা মিঠুন চক্রবর্তীর। এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ অভিনেতার বিরুদ্ধে হওয়া এফআইআর বাতিল করেছেন একই সাথে পরবর্তী তদন্ত প্রক্রিয়ার উপরও স্থগিতাদেশ জারি করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৭ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গ বিধানসভা উপলক্ষে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন মিঠুন। ওই দিনের জনসভায় বক্তব্যের মাঝে রূপালি পর্দার নায়ক তাঁর অভিনীত চলচ্চিত্রের সাংলাপ শুনিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, “মারব এখানে লাশ পড়বে শ্মশানে।“ এরপরই মিঠুন বলেন, “ এবার আমি নতুন আর একটি সংলাপ শোনাবো সেটা হল, ‘আমি জলঢোরা নই, বেলেবোরাও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি’।“ এই বক্ত্যবের পরিপ্রেক্ষিতেই চলতি বছরের ৬ মে কলকাতার মানিকতলা থানায় মামলা করে উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেস।