জুলাই 5, 2024
Latest:
জেলা

খড়্গপুরে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি প্রতিস্থাপন, শিল্পীর বাড়ি গেলেন দিলীপ ঘোষ

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তি বসতে চলেছে। সেই মূর্তিটি বর্তমানে তৈরি হচ্ছে খড়্গপুর শহরের খরিদা মন্দিরতলা এলাকার শিল্পী ঘরে। এই মুহূর্তে কি হচ্ছে সেটি দেখতে বুধবার সকালে পৌঁছালেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

শিল্পীদের আরও কি কি করতে হবে মূর্তিতে কোথাও কোনো খামতি রয়েছে কিনা সেগুলো তিনি দেখিয়ে দিলেন। তিনি জানালেন আগামী জুলাই মাসে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে প্রতিষ্ঠিত হবে এই মূর্তিটি।এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি কর্মীর ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে বললেন, “বন্ধ খাম জমা দেওয়া হয়েছে সেটা কি খুলে কেউ ডিক্লেয়ার করেছে? সবাই আন্দাজে বলে দিচ্ছে গলায় দাগ আছে গলায় তো থাকবেই গলায় দড়ি দিয়ে যদি দম বন্ধ করে দেয় দাগ তো থাকবেই। মৃত্যুটা কি কারণে হয়েছে সেটা জানতে হবে। কে মেরেছে সেটাও জানতে হবে।” বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ সম্পর্কে বলেন “ফালতু জটিলতায় পরেন কেন তারা। তিনি শপথ দিচ্ছেন তাহলে এত নাটক করার কি ছিলো।” রাজভবন পার্টি অফিস সেই প্রসঙ্গে তিনি বলেন,” থানাগুলোতে টিএমসির পার্টি অফিস এসপি অফিস কে জেলা অফিস কারা তৈরি করেছে। গভর্নরের কাছে খালি আমরা যাই না সিপিএমও যায় , কংগ্রেস যায় সবাই যায়।”

নিজস্ব চিত্র

তিনি আরও কটাক্ষ করে বলেন, “তৃণমূল নেতারা যান বলতে আমাদের আর টাইট করবেন না একটু ঢিলা দিন, কেন হাতে পায়ে পড়তে যান, সামলাতে পারছেন না। মানুষ আপনাদের সুযোগ দিয়েছিল এই সুযোগটা আপনারা হারিয়েছেন মানুষের জীবনের সুরক্ষা, এমনকি নেই ধন-সম্পত্তির সুরক্ষা, নেই মহিলাদের সম্মানের সুরক্ষা। মানুষকে মিথ্যা কথা বলে খালি নিজে বাঁচার চেষ্টা করছে।”