জুলাই 8, 2024
Latest:
রাজ্যলেটেস্ট

ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির তরফে মুখ্যমন্ত্রীকে সাগর মেলা বন্ধের অনুরোধ

এনএফবি, কলকাতাঃ

ঊর্ধ্বমুখী কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ সাগরমেলা বন্ধ করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয় ৷

নিজস্ব চিত্র

এদিন,ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি অধ্যাপক অমিতাভ দত্ত প্রেস বিবৃতিতে জানান, কোভিড সংক্রমণ এখনই দ্বিতীয় ঢেউ কে অতিক্রম করেছে ৷ চিকিৎসার সাথে যুক্ত বহু মানুষ কোভিড আক্রান্ত ৷ যদিও এবারে তেমন অসুস্থতার খবর না আসলেও যে হারে সংক্রমণ বাড়ছে তাতে কদিন পর সরকারি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে ৷ গঙ্গাসাগরে প্রতিবছর প্রায় ৩০ লক্ষ মানুষের সমাগম হয় ৷ এই বিপুল জনসমাগমে জন স্বাস্থ্য ব্যাহত হবেই ৷ এই অবস্থার পরিপ্রেক্ষিতে সাগর মেলা বন্ধ করার অনুরোধ জানানো হয় ৷

অপরদিকে গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ভিড় জমতে শুরু করেছে বাবুঘাটে ৷ ভিন্ রাজ্য থেকে আসা অধিকাংশ সাধু -সন্ন্যাসীদের মুখে মাস্ক নেই ৷ এই করোনা আবহে এক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা প্রবল ৷

নিজস্ব চিত্র

এরই মধ্যে আদালতে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় যে, সাগরদ্বীপের ৭১.৮৭ % মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছে আর ৪৯.৫১% মানুষ টিকার দ্বিতীয় ডোজ পেয়েছে ৷ তার পরিপ্রেক্ষিতে বলাযায় সাগরদ্বীপের অধিকাংশ বাসিন্দার টিকাকরণ হয়ে গেছে ৷ অ্যাডভোকেট জেনারেল আজ আদালতে জানায় সমস্ত রকম কোভিড বিধি মেনে তারা গঙ্গাসাগর মেলা করতে চায় ৷