জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

পাঁশকুড়ায় রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

দীর্ঘদিনের বেহাল রাস্তার কারণে ক্ষোভ বাড়ছিল গ্রামবাসীদের মধ্যে। বহুবার প্রশাসনের দারস্থ হয়েও মেলেনি কোন সমাধানের ইঙ্গিত, তাই শুক্রবার বেহাল রাস্তা মেরামতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। এমনকি অবরোধে শামিল হয় স্থানীয় নেতৃত্বরা। দীর্ঘ সময় অবরোধের কারণে যানজট সৃষ্টি হয় এলাকায়।

জানা যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাতুলিয়া থেকে আঁড়োর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। কিন্তু শাসকদল বার বার আশ্বাস দিলেও সমস্যার সমাধান হয়নি দীর্ঘদিন। বেহাল দুর্দশা রাস্তার ওপর দিয়েই পথ চলতে হয় সাধারণ মানুষদের ৷ যার ফলে ক্ষোভে এই দিন বেশ কয়েকটি গ্রামের মানুষজন একত্রিত হয়ে অবরোধের মাধ্যমে ক্ষোভ উগরে দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পাঁশকুড়া থানার পুলিশ, গ্রামবাসীদের দাবি দ্রুত রাস্তা ঢালাই করতে হবে। তবে এই বিষয়ে পাঁশকুড়া থানার আই সি রাস্তা দ্রুত সম্প্রসারণ হয় তাঁর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন। যদিও এই ঘটনা স্বীকার করে নিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি সহ সভাপতি শেখ হানিফ মোহাম্মদ ৷ তিনি বলেন, ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি রাস্তা সাড়াইয়ের কাজ শুরু হবে।

যদিও এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না গেরুয়া নেতৃত্ব, এই সম্বন্ধে বিজেপি নেতা পথিক পাখিরা বলেন কোন গ্রাম পঞ্চায়েতের সদস্যের কথা শুনছেন না উচ্চনেতৃত্ব, কারণ কাটমানি তারা পাবেন না, দুর্নীতিতে ভরে গেছে যার ফলে এই রকম ঘটনা ঘটছে।