জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

ঘাটালে বিগত বছরে ভেঙে পড়া পোল সারাইয়ের দাবিতে এলাকাবাসী

এন এফবি,পশ্চিম মেদিনীপুরঃ

প্রতি বছর বন্যাতে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের শিলাবতী নদীর তীরবর্তী একাধিক এলাকা ৷ ঠিক একবছর আগে ভয়াবহ বন্যার কবলে পড়ে ঘাটাল মহকুমার একাংশ ৷ তার ফলে কোথাও ভেঙে পড়েছিল বসত বাড়ি ,কোথাও ভেঙেছিল পোল আবার কোথাও ভেঙে পড়েছিল রাস্তা ৷ বন্যার এক বছর কেটে যাওয়ার পর নতুন করে তৈরি হয়নি পোল ‌‌, এর ফলে এলাকার মানুষদের পড়তে হয় দুর্ভোগের মুখে ৷ ‌এমন ছবিই দেখা যাচ্ছে ঘাটালের দির্ঘগ্ৰামের একটি পোলে ৷ ভয়াবহ ভাবে ভেঙে পড়েছিল পোলটি,এক বছর কেটে গেলেও সেই পোল সারানো হয়নি ৷ ফলে এলাকার মানুষ কে ভোগান্তি পোহাতে হচ্ছে ৷ যে কোনো মূহুর্তে ঘটতে পারে বড় বিপত্তি ৷

নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দাদের এখন একটাই প্রশ্ন এলাকার মানুষের নিরাপত্তা কোথায় ? এই সম্বন্ধে গ্রামেরই এক বাসিন্দা জানান, এক বছর আগে ভেঙে গিয়েছে এই পোল, এখনো পর্যন্ত সারাই হয়নি, ঘুরে আবার বর্ষা দোর গোড়ায়, এই পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি ওই পোলটি সারাইয়ের আবেদন জানিয়েছেন তারা ।