জুলাই 8, 2024
Latest:
মহানগর

বিধিনিষেধের দফারফা! উপচে পড়া ভিড়ে ট্রেন থেকে পড়ে আহত ১

এনএফবি, কলকাতাঃ

সোমবার থেকে রাজ্যে চলছে করোনা বিধিনিষেধ। পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলার কথা ঘোষণা করেছিল প্রশাসন। কিন্তু ইংরেজি নববর্ষের ছুটি শেষে পুনরায় কাজে যোগ দিতে আসা নিত্যযাত্রীদের ভিড়ে উপচে পড়ছে স্টেশনগুলি। কামরাগুলিতে তিল ধারণের জায়গা নেই। ভিড় সামাল দিতে গতকাল পূর্ব ঘোষিত শেষ লোকাল ট্রেনের সময় ৩ ঘন্টা বৃদ্ধি করে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০ করে নবান্ন। সপ্তাহের দ্বিতীয় দিনেও অফিসে টাইমে ট্রেন ওঠার হুড়োহুড়ি লক্ষ্য করা যায় এদিন বিভিন্ন স্টেশনে। এরমধ্যেই ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হন এক ব্যক্তি বলে অভিযোগ।

সংবাদ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ডানকুনি ও বেলানগর স্টেশনের মাঝে হাজরাপাড়া ক্রসিংয়ের কাছে ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে যান এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম চন্দন প্রচন্ড। তিনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা। আহত চন্দনের পরিবারের দাবি তিনি কলকাতায় কাজে যোগ দিতে আসছিলেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে উত্তরপাড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু জখম গুরুতর হওয়ায় তাঁকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসাপাতালে স্থানান্তরিত করা হবে বলে খবর।

লোকাল ট্রেন চলাচলের উপর এই বিধিনিষেধ কতটা কার্যকরী সিদ্ধান্ত তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠছে।