জুলাই 8, 2024
Latest:
জেলা

ন্যায্য মূল্যে ধান বিক্রি দক্ষিণ দিনাজপুরে

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

পশ্চিমবঙ্গ রাজ্য অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগম লিমিটেডের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা হল সোমবার। এই দিন সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের পাঞ্জারীপাড়া এলাকায় ১৯৪০ টাকা কুইন্টাল দরে মোট ৩৮ জন কৃষকের কাছ থেকে ধান কেনা হয়।

জানা গেছে স্থানীয় একটি মহিলা গোষ্ঠী “মহাবাড়ি সমাজসেবা মহিলা সংঘের” মাধ্যমে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে এই ধান কেনে সরকারি নিয়ম অনুসারে।

এই প্রসঙ্গে ধান বিক্রি করতে আসা মহিলা মমতাজ খাতুন বলেন, “রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, এই ভাবেই যেন আগামী দিনেও আমরা ধান দিতে পারি”।
সোমবার এই ধান কেনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা গোষ্ঠীর সদস্য সুতপা দাস, চিত্রা সরকার, শিরিন আক্তার, লক্ষী মাহাতো ,রুবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা।