জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ত্রিপুরায় গেলেন ঋদ্ধি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ঋদ্ধিমান সাহা গত শনিবারই সিএবি থেকে নিয়েছিলেন নো অবজেকশন সার্টিফিকেট। তারপর ক্রমেই স্পষ্ট হয়ে যায় তিনি ত্রিপুরার হয়েই খেলবেন। আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনেই বাংলার আরেক গর্ব ঋদ্ধিমান সাহাকে নিয়ে বড় ঘোষণা করল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আগরতলায় সাংবাদিক বৈঠকে ঋদ্ধিমানকে জনসমক্ষে আনল টিসিএ।

টিসিএ-র যুগ্ম সচিব কিশোর দাস বললেন,” আমরা ঋদ্ধিমানের মতো ক্রিকেটারকে পেয়ে খুবই খুশি। তিনি আগামী মরশুমে ত্রিপুরার হয়ে খেলবেন বলে চুক্তিপত্রে সইসাবুদ সেরেছেন।” তাঁর ত্রিপুরার হয়ে খেলার সিদ্ধান্ত রাজ্যের ক্রিকেট পরিকাঠামোর বিকাশে ইতিবাচক ভূমিকা নেবে বলেই আশাবাদী টিসিএ। কিশোর দাস বলেন,” ঋদ্ধিমান সাহার মতো একজন বাঙালি ক্রিকেটার আমাদের রাজ্যের হয়ে খেলবেন। এটা ত্রিপুরাবাসীর কাছেও খুব ভালো খবর।”