জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

বাংলার হয়ে আর খেলবেন না, তবুও ইডেনে গ্লাভস হাতে ঋদ্ধি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বাংলার হয়ে আর খেলবেন না ঋদ্ধিমান সাহা। গত শনিবার গিয়ে সি এ বি থেকে এনওসি নিয়ে আসেন পাপালি। তবুও ইডেনে মাঠে নামলেন ঋদ্ধি। অফিস লিগের ম্যাচে মঙ্গলবার ইডেনে নামলেন ঋদ্ধি। সি ই এস সি তে চাকরি করেন ঋদ্ধিমান তাঁদের হয়েই অফিস লিগের সেমিফাইনালে ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে নামেন তিনি। তাকে এদিন বেশ স্বতঃস্ফূর্ত দেখায়।
শনিবার ঋদ্ধি এনওসি নেওয়ার পরে সাংবাদিকদের বলেন, “বাংলায় থাকার জন্য আমাকে আগেও অনুরোধ করা হয়েছিল। আজকেও থেকে যাওয়ার জন্য, বলা হয়। কিন্তু সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছি তখন আর থাকার কথা ভাবিনি। এনওসি পেয়েছি। বাংলাকে আমার শুভেচ্ছা রইল”। সিএবি বা বাংলা দলের সঙ্গে আমার কোনও দিনই ইগোর লড়াই ছিল না। হয়তো এক কর্তার সঙ্গে একটা মত পার্থক্য হয়েছিল। ঠিক আছে। কোথায় খেলব তা কিছুদিনের মধ্যেই জানতে পারবেন”। প্রসঙ্গত উল্লেখ্য সিএবির যুগ্ম সচিব দেবব্রত দাস ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দেবব্রতর ওই মন্তব্যের জন্য্ দূঃখ প্রকাশ করার দাবি জানান ঋদ্ধি। কিন্তু দেবব্রত কোনও রকম ভাবে দূঃখ প্রকাশ করেননি। আশ্চর্যের ঘটনা সিএবির শীর্ষস্থানীয় কর্তারা এই ব্যাপারে নীরব ছিলেন। মাঠে,মাঠের বাইরে ঋদ্ধির দায়বদ্ধতা যথেষ্ট ভাল। কিন্তু কোন কারণে সিএবি কর্তারা নীরব থাকলেন! যে উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে কি আন্তরিকতা ছিল? বরং দেবব্রত দাস ভারতীয় দলের ম্যানেজার পদ পেয়ে ‘পুরস্কৃত’ হলেন। এই নিয়ে স্থানীয় ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয়েছে।যদিও সৌরভকে নিয়ে প্রশ্নতে ঋদ্ধি জানিয়েছিলেন অনেক বিষয়ে কথা হয়েছে কিন্তু সৌরভের সঙ্গে বাংলা ছাড়ার প্রসঙ্গ নিয়ে কোনো কথা হয়নি। সৌরভ কথা বললে কি সমস্যা মিটত! ঋদ্ধি জানান,’ কী হলে কী হত বলা যাবে না।’
বাংলার পরে ঋদ্ধির গন্তব্য ত্রিপুরা। এদিন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিসিএ) যুগ্ম সচিব কিশোর দাস পিটিআই-কে বলেন, ‘আমরা সাহার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাদের রাজ্যের হয়ে খেলতে রাজি হয়েছেন। খেলোয়াড়দের অনুপ্রাণিত করার জন্য তিনি সিনিয়র দলের মেন্টর হিসেবেও কাজ করবেন।’ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আশা, ঋদ্ধিমান সাহা ১৫ জুলাইয়ের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করবেন। আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া সার্কিটে তাঁর বিশাল অভিজ্ঞতা বিবেচনা করে, ঋদ্ধিমান সাহা দলে যোগ দিলে খেলোয়াড়রা অত্যন্ত উপকৃত হবেন, এমনটাই দাবি করেছেন কিশোর দাস। তবে তিনি বলেছেন, ‘ওকে দলের অধিনায়ক করা হবে কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

স্বপ্ন অধরা, জোড়া শতরানে ম্যাচ জয় ইংল্যান্ডের – NF Bangla Private Limited (newsfrontbangla.com)