জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা ঋদ্ধির

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

স্ত্রী রোমি সাহার জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠালেন ভারতীয় উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। এদিন সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধি পোস্ট করেন

” Happy Birthday to my Queen! My Pillar of strength and eternal inspiration।”

এরপরেই সোশ্যাল মিডিয়ায় রোমিকে সবাই শুভেচ্ছাবার্তা পাঠাতে থাকেন। অনেকে আবার ঋদ্ধিকে ভারতীয় দলে কামব্যাকের শুভেচ্ছা জানান। আপাতত ঋদ্ধি সস্ত্রীক শিলিগুড়িতে। ঋদ্ধির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,”আপাতত আমরা পরিবার নিয়ে সময় কাটাচ্ছি । পরের সপ্তাহে সিএবিতে গিয়ে সিদ্ধান্ত নেবো।” ঋদ্ধিকে নিয়ে গত কয়েকমাস ভারতীয় ক্রিকেটে ঝড় বয়ে যায়। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় তাঁকে জানিয়েছিলেন,ভারতীয় দলে তাঁকে আর প্রয়োজন নেই তখন সেই ঘটনা ঋদ্ধিমান প্রকাশ্যে আনেন । এমনও তিনি দাবি করেছিলেন,বি সি সি আই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি তাঁকে বলেছিলেন,তিনি যতদিন বোর্ড প্রেসিডেন্ট থাকবেন ততদিন ঋদ্ধিমান খেলবেন। এই বক্তব‍্য প্রকাশ‍্যে আসার পর সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গুলি প্রতিবাদ করে বলেছিলেন,”ঋদ্ধির সঙ্গে মহারাজের ব‍্যক্তিগত ফোনালাপ প্রকাশ‍্যে এনে ঋদ্ধি ঠিক কাজ করেনি।” রাহুল দ্রাবিড়ের ওই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর সিএবি কর্তারা বাংলার ঋদ্ধিমানকে সহানুভূতি জানায়নি। বরং বিরূপ মন্তব‍্য করা হয়েছে। এরপরে সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন অভিমানে বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন পাপালি। গুজরাটের হয়ে তিনি আইপিএল জেতেন প্রথমে শোনা যায় গুজরাট থেকে রঞ্জিতে খেলার প্রস্তাব এসেছে তবে সেই খবরের সত্যতা সামনে আসেনি। ত্রিপুরাতে আবার ঋদ্ধি বেশি অর্থ চেয়েছেন বলে ত্রিপুরা ক্রিকেট সংস্থাও ঋদ্ধিকে নেওয়ার ক্ষেত্রে তেমন আগ্রহী নয়।ঋদ্ধি বরাবর তার পাশে নিজের স্ত্রীকে পেয়েছেন। ঋদ্ধির বাংলা ছাড়ার প্রসঙ্গতে তার স্ত্রী রোমি জানিয়েছিলেন ”দীর্ঘ ১৫ বছর ধরে ঋদ্বি বাংলার হয়ে খেলছে। তারপরও যদি তাকে কেউ দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন ভাল লাগে? এত অপমানের পরও বাংলার হয়ে খেলা সম্ভব? আজ যদি কোনও ক্রিকেটার সিএবির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলতেন,তাকে কি সিএবি ছেড়ে দিত?”