এনএফবি,দার্জিলিংঃ
শুক্রবার প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। রাজ্যে মেরিট লিস্টে জায়গা করে তাক লাগিয়ে দিয়েছে শিলিগুড়ির মেয়ে রীতা হালদার। শিলিগুড়ির বুদ্ধভারতী হাইস্কুলের ছাত্রী রীতা। কলা বিভাগ নিয়ে পড়াশুনো করেছে। রীতার বাবা বিনয় হালদার একজন মাছ বিক্রেতা। এবং মা গীতা হালদার বাসা বাড়ির কাজ করেন। দাদা প্লাইউড ফ্যাক্টরিতে কাজ করে। দাদা পড়াশুনোর কাছে হার মানলেও হার মানেনি রীতা। করোনার সময় তীব্র আর্থিক প্রতিকূলতা গিয়েছে সংসারে। আর সেই তীব্র আর্থিক প্রতিকূলতার মধ্যেও ৪৯২ পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে রীতা। এই বিষয়ে রীতা বলে যে, ” খুব ভাল লাগছে। আশা করেছিলাম দশের মধ্যে থাকবো। পড়াশুনা এই ভাবেই করেছি যাতে ভাল রেজাল্ট করা যায়। তবে আগামী কি নিয়ে পড়বো তা বলবো না তবে ভেবে রেখেছি। আর আমার এই রেজাল্টের জন্য সবার কৃতিত্ব রয়েছে।”