এনএফবি, মুর্শিদাবাদঃ
বড়দিনের সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, বহরমপুরের দিক থেকে মালদাগামী একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে এক পাথর বোঝাই লরির পেছনে ধাক্কা মারে। দুমড়ে যায় ট্যাঙ্কারটি। গাড়ির সামনের অংশে আঁটকে পড়ে ট্যাঙ্কার চালক। ছুটে আসে এলাকার স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ফরাক্কা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ গাড়ির মধ্যে আঁটকে থাকা ড্রাইভারকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকে। যদিও পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই গাড়ি দুটি কে সরিয়ে নিয়ে যাওয়া হয় ও জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়।