জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

এনএফবি, আলিপুরদুয়ারঃ

বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বাঁশ বেঁধে রাস্তা অবরোধ করলো গ্রামবাসীরা। ঘটনায় দুর্ভোগে পড়েছে পথচারী সহ নিত্যযাত্রীরা। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দেওগাঁও এলাকায়।

স্থানীয়দের অভিযোগ,দীর্ঘ দিন ধরে এলাকার বিভিন্ন রাস্তা বেহাল। নজর নেই স্থানীয় পঞ্চায়েত প্রধানের। তাঁদের আরও অভিযোগ, রাস্তা সারাইয়ের নামে ইতিপূর্বে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা এবং শাসক দলের নেতারা একশো দিনের কাজের মারফত এক লাখ আশি হাজার টাকা চাঁদা তোলে । দীর্ঘদিন কেটে যাওয়ার পরও রাস্তা সংস্কার করা হয়নি। অভিযোগ, সেই টাকা আত্মসাৎ করেছে স্থানীয় পঞ্চায়েত ও বুথের নেতারা। পশ্চিম দেওগাঁয়ের বিভিন্ন রাস্তা বেহাল হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে বলে অভিযোগ এলাকাবাসীর।

নিজস্ব চিত্র

তবে টাকা তোলার বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি সন্দীপ বন্দ। তিনি বলেন, টাকা তোলার অভিযোগ ভিত্তিহীন। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাস্তা সংস্কারের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।