জুলাই 8, 2024
Latest:
জেলা

মুখ্যমন্ত্রীর জেলা সফর চলাকালীন পানীয় জলের দাবিতে পথ অবরোধ

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাঝে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ৷ বিক্ষোভে আটকে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার গাড়ি,এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর গ্রামে।

গ্রামবাসীদের অভিযোগ, প্রায় নয় মাস ধরে তাদের পানীয় জলের সমস্যা, বার বার প্রশাসন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের জানিয়েও পানীয় জলের সমস্যা না মেটায় চন্দ্রকোনা থেকে পলাশচাবড়ি গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন। এদিন হাড়ি কলসি নিয়ে রাস্তায় বসেপড়ে গ্রামের মহিলা থেকে ছোট ছোট বাচ্চারা। সকলেরই দাবি দ্রুত জলের দাবি পূরণ না হলে তাদের এই অবরোধ চলবে। আর এই অবরোধের জেরে দেখা দিয়েছে যানজট, আটকে গিয়েছে মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার গাড়ি। দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ ৷

সমাধানের আশ্বাস ৷ নিজস্ব চিত্র

খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ ও চন্দ্রকোনা থানার পুলিশ।
বিডিও গ্রামে পানীয় জলের একটি পাম্প বসানোর ব্যবস্থা ও দ্রুততার সহিত গ্রামে পানীয় জলের সমস্যার সমাধান করার আশ্বাস দিলে অবশেষে অবরোধ উঠে যায়।

YouTube player