এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
বৃহস্পতিবার গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া এলাকায় পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনায় বন্ধ হয়ে যায় ৫১২ নম্বর জাতীয় সড়কে যানচলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী। পরে ঘটনাস্থলে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল।
জানা গেছে গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জয়পুর মোড় থেকে বিশ্বাসপাড়া রেলগেট পর্যন্ত যাতায়াতের সাড়ে তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। যার কারণে নিত্যদিন সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। বর্ষার দিনে চলাচলের অযোগ্য হয়ে ওঠে রাস্তাটি। বহুবার বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। সাড়ে তিন কিলোমিটার রাস্তা পাকা করার দাবিতে বৃহস্পতিবার ঠেঙ্গাপাড়ায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে গ্রামের কয়েকশো মানুষ। পরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।