জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

পাকারাস্তা এবং নিকাশি নালার দাবিতে পথ অবরোধ

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

পাকা রাস্তা ও ড্রেনের দাবিতে পথ অবরোধ করে গ্রামবাসীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটিনাটি ঘটেছে তপন ব্লকের করদহ নাজিরপুর এলাকায়।এদিন গ্রামবাসীদের পথ অবরোধের জেরে বন্ধ হয়ে যায় করদহ ভিকাহার রাজ্য সড়কের যানচলাচল।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তাটি পাকা করার আশ্বাস দিলেন ব্লকের যুগ্ম বিডিও পরিমল দাস। জানা যায়, তপন ব্লকের ৭নং রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামে কয়েকশো পরিবারের বসবাস রয়েছে।এলাকার প্রায় ৫০০মিটার রাস্তা কাঁচা থাকার ফলে নিত্যদিন সমস্যায় পড়তে হয় গ্রামের মানুষজনকে। বৃষ্টির দিনে চলাচলের অযোগ্য হয়ে ওঠে রাস্তাটি। রাস্তাটি বেহাল থাকার কারণে কোন এম্বুলেন্স ঢুকতে চায় না। বহুবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ।

নিজস্ব চিত্র

ঘটনার প্রতিবাদে ও পাকা রাস্তার দাবিতে শুক্রবার করদহ ভিকাহার রাজ্য সড়কের নাজিরপুর এলাকায় পথ অবরোধ করে গ্রামের মানুষজন। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। বন্ধ হয়ে যায় রাজ্য সড়কে যানচলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ ও ব্লকের যুগ্ম বিডিও পরিমল দাস। পরে পুলিশ ও যুগ্ম বিডিওর আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।