অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
দ্বিতীয়বার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে পিছনে ফেলে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রবার্ট লেওয়ানডস্কি। গত ২২ নভেম্বর ২০২১-এ গত মরশুমের পারফর্মেন্সের উপর বিচার করে ১১ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। এরপরে ৭ জানুয়ারি ১১ জনের মধ্যে থেকে তালিকাটি তিন জনে নামিয়ে আনা হয়।
সোমবার (১৭ জানুয়ারি) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’র ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও লিভারপুলের মিশরীয় তারকা মহম্মদ সালাহকে পিছনে ফেলে দ্বিতীয়বার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পান লেওয়ানডস্কি। গতবারও এই পুরস্কারটি তাঁর হাতেই উঠেছিল। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত পারফর্মেন্সের বিচারে ফিফার অন্তর্ভুক্ত দেশের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক ও ভক্তদের দেওয়া ভোটেই এই পুরস্কার জিতলেন লেওয়ানডস্কি। বায়ার্ন মিউনিখের জার্সিতে একের পর এক গোলে বিশ্ব ফুটবলকে মাতিয়ে দিয়েছেন এই পোলিশ তারকা। তারই পুরস্কার মিলল এদিন। মূলত লেওয়ানডস্কির সঙ্গে লড়াইটা ছিল লিও’র। পোলিশ এই স্ট্রাইকার ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত ৪৪ ম্যাচে গোল করেছেন ৫১টি, অ্যাসিস্ট রয়েছে ৮টি। ম্যাচের সেরার খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ১৬ বার। বুন্দেসলিগায় ২৯ ম্যাচে ৪১ গোল করে ভেঙেছেন ১৯৭১-৭২ মরশুমে গড়া জার্ড মুলারের এক মরশুমের সর্বোচ্চ ৪০ গোলের রেকর্ড। বিশ্বকাপ বাছাই পর্বেও ৮ ম্যাচে গোল রেয়েছে ৮টি। রয়েছে ৪টি অ্যাসিস্টও।
অপরদিকে মেসি আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকা এবং বার্সেলোনাকে কোপা দেল রে। ৫৭ ম্যাচে গোল রয়েছে ৪৩টি, অ্যাসিস্ট ১৭। ম্যাচের সেরা হয়েছেন ৩৩।
আরও পড়ুনঃ বিরাটের বিকল্প রাহুল, বলছেন প্রাক্তন বোর্ড সচিব