জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

বিরাট প্রসঙ্গে মুখ খুললেন রবি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বিরাট কোহলির ক্যাপ্টেন্সি ছাড়া প্রসঙ্গ নিয়ে এবারে মুখ খুললেন তার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। এদিন শাস্ত্রী জানান,”অবশ্যই আরও অন্তত দু’বছর টেস্ট দলের নেতা থাকতে পারত ও। কারণ,আগামী দু’বছরে ভারত বেশির ভাগ টেস্ট খেলবে ঘরের মাঠে। মূলত নীচের সারির দলের বিরুদ্ধে খেলা। ফলে অনায়াসে টেস্ট দলের অধিনায়ক হিসেবে ৫০-৬০টা ম্যাচ জিততে পারত।” পরেই কটাক্ষ করে শাস্ত্রী বলেছেন, “হয়তো অনেকেরই সেই ব্যাপারটা সহ্য হত না। দু’বছর নেতৃত্ব দিতে পারত এ কথা বললেও, এখন ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত। অন্যান্য যে কোনও দেশে এ ধরনের রেকর্ড বিশ্বাসই করা যায় না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে ওদের দেশে জিতেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারলেও তাতে একটুও কমেনি ওর গরিমা।”