অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে মাত্র ১৪ বলেই অর্ধশতরান পূর্ণ করেন কে কে আরের অস্ট্রেলিয়ান পেস বোলার প্যাট কামিন্স। সেই সঙ্গে তিনি আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান করার যুগ্ম রেকর্ডও গড়েন। তাঁর আগে এমন কৃতিত্ব দেখিয়েছেন কেবল লোকেশ রাহুল। ২০১৮ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। ম্যাচ শেষে রোহিত বলেন, “ভাবতেই পারিনি, ও এসে এমন ইনিংস খেলে দেবে। ও যে ভাবে খেলেছে, তার জন্য ওকে কৃতিত্ব দিতেই হবে।” তিনি আরও বলেন, “খেলা চলার সঙ্গে সঙ্গে পিচ আরও ভালো হতে থাকে। প্রথম দিকে একটু ধরে খেলতে হচ্ছিল। সামগ্রিক ভাবে ক্রিকেট খেলার জন্য এটি একটি ভালো পিচ ছিল। তবে ব্যাট করতে নেমে আমাদের শুরুটা ভালো হয়নি। কিন্তু শেষ চার-পাঁচ ওভারে ৭০ প্লাস পাওয়াটা ছিল ব্যাটিং ইউনিটের একটি দারুণ প্রচেষ্টা। আমরা পরিকল্পনা অনুযায়ী বোলিং করিনি। তবে আমি ভেবেছিলাম ১৫তম ওভার পর্যন্ত আমরা ম্যাচের মধ্যেই ছিলাম। কিন্তু কামিন্স যে ভাবে এসে খেলেছে, সবটা বদলে দিয়েছে। ও দুর্দান্ত ছিল।।”
বুধবার হারের হ্যাটট্রিক করে মুম্বই পয়েন্ট টেবলের একেবারে নীচে ৯ নম্বরে চলে গেল। অপরদিকে এই জয়ের ফলে কলকাতা উঠে এল শীর্ষে।