অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে চোট পেয়ে মাঠের বাইরে যেতে হয়েছিল এবং এর ফলে চিন্তা শুরু হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি আছে। তার আগে রোহিতের চোট! তবে রোহিত নিজেই জানালেন তার চোট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এদিন ম্যাচ শেষে বলেন,”এই মুহূর্তে, এটা ঠিক আছে। পরের ম্যাচের আগে আমাদের কাছে কয়েক দিন আছে, আশা করি, এটি ঠিক হয়ে যাবে”। এছাড়া রোহিত আরও বলেন,”রান তাড়াটা খুব ভাল হয়েছে। বাইরে থেকে দেখে মনেই হয়নি যে রান তুলতে কোনও কষ্ট হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে শুরুটা ভাল হলে সেই ভাবে শেষ করাটা প্রয়োজন। আমরা সেটাই করতে পেরেছি। ৩০-৪০ রান ভাল, কিন্তু ৭০-৮০ রান বা শতরান যদি দলের জন্য কেউ করে সেটা প্রশংসনীয়। শ্রেয়স আর সূর্যকুমার ভালোই জুটি বাধে । এই ধরনের রান তাড়া সহজ না। পিচে বোলারদের জন্য সুবিধা ছিল । আর এই পিচে ব্যাট করা সহজ ছিল না। সেখান থেকে আমি দলের পারফরমেন্স দেখে খুশি।”
এই মুহূর্তে ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। তৃতীয় ম্যাচে ১৬৫ রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবের ৪৪ বলে ৭৬ রানের ইনিংসের সুবাদে ভারত ৭ উইকেটে ম্যাচ জেতে ।রোহিত শর্মা তৃতীয় ম্যাচে পাঁচ বলে ১১ রান করে চোটের কারণে মাঠ ছাড়েন। তবে স্বল্প সময়ের সেই ইনিংসে তিনি একটি ছয় ও একটি চার মারেন। তবে ছক্কা মারায় রোহিত রেকর্ডও করলেন। তাঁর পূর্বসূরি অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে গিয়ে টিটোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় অধিনায়ক হিসাবে সর্বাধিক ছক্কার রেকর্ড করেছেন। রোহিত এখন ৬০টি ছক্কা নিয়ে তালিকার শীর্ষে এবং বিরাটের নামের পাশে ৫৯টি ছয়। ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৩৪ ছক্কা মেরে তিন নম্বরে আছেন ।
সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারাল ভারত। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৬৪ রান তুলেছিল ক্যারিবিয়ানরা। ৫০ বলে ৭৩ রান কাইল মেয়ার্সের। জবাবে ১৯ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। ৪৪ বলে ৭৬ রান করেন সূর্যকুমার যাদব। ২৬ বলে অপরাজিত ৩৩ রান ঋষভ পন্থের। আগামী শনিবার সিরিজের চতুর্থ ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া ।