রোহিতের ঝোড়ো ব্যাটিংয়ে সমতা ফিরল সিরিজের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

প্রথম ম্যাচের হার ভুলে অধিনায়ক রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ছ’উইকেটে জিতল টিম ইন্ডিয়া। সমতা ফেরাল সিরিজেও।

বৃষ্টির জেরে নির্ধারিত সময়ের থেকে দু’ঘণ্টা দেরিতে শুরু হয় খেলা। ওভার সংখ্যা কমিয়ে আনা হয়েছিল আটে। অজিরা প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ৯০ রান তুলেছিল। নেপথ্যে সেই ম্যাথু ওয়েড (২০ বলে ৪৩ অপরাজিত)। রান পেয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চও (১৫ বলে ৩১)। ভারতের পক্ষে বল হাতে সফল অক্ষর পটেল (২/১৩)।

ওপেনিং জুটিতে ১৭ বলে ৩৯ রান তুলে জয়ের ভিত অনেকটাই পোক্ত করে দিয়েছিলেন কে এল রাহুল এবং রোহিত। কিন্ত রাহুল (৬ বলে ১০), বিরাট কোহলি (৬ বলে ১১) ও সূর্যকুমার যাদবকে (১ বলে ০) দ্রুত ফিরিয়ে ভারতকে বড় ধাক্কা দেন অ্যাডাম জাম্পা (৩/১৬)। কিন্তু দীনেশ কার্তিককে (২ বলে ১০ অপরাজিত) সঙ্গে নিয়ে দলকে জয়ের রাস্তায় নিয়ে যান রোহিত (২০ বলে ৪৬ অপরাজিত)। এদিনই টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারে সবচেয়ে বেশি ছক্কা (১৭৬) হাঁকানোর নজির গড়লেন হিটম্যান। পেরোলেন মার্টিন গাপটিলকে (১৭২)।
সিরিজের শেষ ম্যাচ রবিবার।