জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

রোহিতের ভরসা বিরাট

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বিরাট কোহলির জায়গায় ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। এরপরেই বিতর্ক শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে রোহিত ও বিরাটের মধ্যে বনিবনা না হওয়া নিয়ে। আর তা নিয়েই এবারে মুখ খুললেন রোহিত নিজেই। রোহিত এদিন বলেন, “বিরাটের মত ব্যাটসম্যান কে যে কোনো ক্যাপ্টেন দলে চাইবে। ওয়ান ডে ও টি-২০ তে ওর রেকর্ড দেখলেই তা বোঝা যাবে। আমার মতে, অধিনায়ককে পিছনে দাঁড়াতে হয়। অধিনায়ক সামনে থাকতে পারেন না। পারফরমেন্সের নিরিখে তাঁকে সামনে থাকতে হয়। কিন্তু বাকি সবকিছুর সময় তাঁকে পিছনে থাকতে হবে। নিশ্চিত করতে হবে যে বাকি খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব পালন করছেন, সেটা যেভাবেই হোক না কেন। খেলায় একজন অধিনায়ক তো হবেনই। কিন্তু দল কেমন, সেটার উপরই নির্ভর করে অধিনায়কের ভাগ্য। দল ভালো হলে তবেই অধিনায়কের পরিসংখ্যান ভালো হবে।”