জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

সমর্থকের মোবাইল ভেঙে ক্ষমা চাইলেন রোনাল্ডো

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোলও পেলেন না। ইপিএলে শনিবার জয়ও পেল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এভার্টনের কাছে ১-০ হেরে ইপিএলে সাত নম্বরে চলে গেল ম্যান ইউ।
কেবল হেরে সাত নম্বরে যাওয়াই নয়। ম্যাচের পরে সি আর সেভেন সমর্থকের সঙ্গে জড়িয়ে পড়লেন ঝামেলায়। ভেঙে দিলেন সেই সমর্থকের ফোন। পরে অবশ্য মাথা ঠান্ডা হলে সেই সমর্থকের কাছে ক্ষমা চেয়ে বার্তাও দিলেন রোনাল্ডো।

ম্যাচের পরে একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলারেরা ড্রেসিংরুমে যাওয়ার পথে সেই দৃশ্য মোবাইল ক্যামেরায় তুলছিলেন দুই সমর্থক। রোনাল্ডো তাদের সামনে এসে সেই ফোনে চাপড় মেরে এগিয়ে যান। যার ফলে মাটিতে পড়ে নষ্ট হয়েছে ওই সমর্থকের মোবাইল ফোন। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়ে তিনি বলেন, ‍‘‍‘কঠিন মুহূর্তে আবেগ সামলানো কঠিন হয়। আমি সব সময়েই ফুটবলপ্রেমী যুবসমাজের কাছে শ্রদ্ধাশীল, ধৈর্যশীল থেকেছি। আমার আবেগের বিস্ফোরণে আমি ক্ষমা চাইছি। যদি সম্ভব হয়, তা হলে ওই সমর্থককে আমাদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে আমন্ত্রণ জানাতে চাই খেলা দেখার জন্য। ফেরায় প্লে ও স্পোর্টসম্যানশিপের জন্যই এই আমন্ত্রণ।’’

রোনাল্ডোর ম্যাচে গোল করার মতো প্রচেষ্টা মাঠে আটকে দিয়েছিলেন এভার্টন গোলকিপার জর্ডান পিকফোর্ড। এ ছাড়াও বিপক্ষের ট্যাকলে পায়ে আঘাতও পেয়েছেন সি আর সেভেন। তাই হারের পরে রোনাল্ডো ক্ষুব্ধ ছিলেন ফলের জন্য। ম্যাচে ২৭ মিনিটে এভার্টনের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন অ্যান্থনি গর্ডন।