জুলাই 17, 2024
Latest:
ক্রীড়া

এটিকে মোহনবাগানে অতীত রয় কৃষ্ণ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল এবার তাতে শিলমোহড় পড়ল, আর সম্ভব হলো না। রয় কৃষ্ণকে ছেড়েই দিলো এটিকে মোহনবাগান। এদিন ক্লাবের সোশ্যাল মিডিয়ায় এই খবর জানালো গঙ্গাপাড়ের ক্লাব। লেখা হয়, স্মৃতির জন্য ধন্যবাদ। ভবিষ্যতের শুভেচ্ছা। শোনা যাচ্ছে অর্থনৈতিক কারণে নয়। রয় কিছু শর্ত দেয় সেটা ক্লাবের মেনে নেওয়া সম্ভব হয়নি।

ইস্টবেঙ্গল ছাড়াও মুম্বাই এফসি, চেন্নাইয়ান এফসিতে যেতে পারেন এই ফিজিয়ান তারকা এমনটাই শোনা যাচ্ছে। সদ্যসমাপ্ত আইএসএল সাড়ে চার কোটি টাকার বেশি পেমেন্ট পেলেও প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ ফিজির স্ট্রাইকার। হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে বেশ ভুগিয়েছে। ২০২১-২২ আইএসএল ১৬টি ম্যাচে মাত্র ৭টি গোল রয়েছে তাঁর।
২০১৯ সালে থেকে এটিকে চুক্তিপত্রে সই করে প্রথমবার আইএসএল খেলার জন্য ভারতে আসেন রয় কৃষ্ণ। তখন থেকেই এটিকে দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন রয় কৃষ্ণ।

মোট তিন মরশুম মিলিয়ে এটিকে জার্সিতে একের পর এক স্মরণীয় মুহূর্ত উপহার দেন তিনি। এটিকে – কে একবার ISL জেতালেও এটিকে মোহনবাগান এক হওয়ার পরে একটাও আইএসএল ট্রফি দলকে দিতে পারেননি এই তারকা।
শোনা যাচ্ছে রয়ের বদলি হিসেবে আলেকজান্ডার প্রিজোভিচকে নিতে চলেছে টিম জুয়ান। তার সঙ্গে কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। ৩২ বছরের এই সার্বিয়ান ফুটবলারের প্রতি আগ্রহ দেখিয়েছে এটিকে মোহনবাগান। বর্তমানে অস্ট্রেলিয়ায় ‘এ’ লিগে ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলছেন প্রিজোভিচ। এ বার এই দীর্ঘকায় ফরোয়ার্ডকে দলে চাইছে সবু-মেরুন ব্রিগেড। এমন কী ময়দানে কান পাতলে এমনটাও শোনা যাচ্ছে, প্রিজোভিচকে নাকি দুই বছরের চুক্তিতে আনার ইচ্ছে প্রকাশ করেছেন এটিকে মোহনবাগান কর্তারা।
কিন্তু সমস্যা হল, ২০২৪ পর্যন্ত ওয়েস্টার্ন ইউনাইটেডের সাথে চুক্তি রয়েছে আলেকজান্ডার প্রিজোভিচের। আর তাই ট্রান্সফার ফি দিতে হবে এটিকে মোহনবাগানকে। যা খবর তাতে প্রায় ৪ কোটি ৬০ লক্ষ টাকা পর্যন্ত দিতে রাজি সবুজ-মেরুন।
২০১৬ সালে লেগিয়া ওয়ারশয়ের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গোল রয়েছে প্রিজোভিচের, তাও আবার জার্মান হেভিওয়েট বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে। ফলে ইউরোপে পরীক্ষিত এক ফরোয়ার্ডকে এনে দল বদলের বাজারে বড় চমক দিতে মরিয়া এটিকে মোহনবাগান।
আগামী মরশুমের জন্য ইতিমধ্যেই ঘর ভাঙতে শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগানের। প্রথমে প্রবীর দাস, ডেভিড উইলিয়ামস ছেড়ে দেয় এবার রয় কৃষ্ণ। আগামী মরশুমে কেমন দল হয় সেদিকেই তাকিয়ে সবুজ মেরুন ভক্তরা।