জুলাই 5, 2024
Latest:
জেলা

রানওয়ে সম্প্রসারণের কাজ শুরু হবে বালুরঘাট বিমানবন্দরে

এনএফবি, বালুরঘাটঃ

বালুরঘাট বিমানবন্দরে ইতিমধ্যেই টার্মিনালসহ পরিকাঠামোর কাজ শেষ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত এই বিমানবন্দর চালু হবে বলে গত উত্তরবঙ্গ সফরে বলে গিয়েছিলেন।
দীর্ঘদিন এয়ারপোর্ট অথরিটি অনুমতি না দিলেও অবশেষে কিছুদিন আগেই বালুরঘাট বিমানবন্দরের লাইসেন্স দিয়েছে।

যদিও বালুরঘাট বিমানবন্দরের রানওয়ে স্বল্প হওয়ায়, অর্থাৎ ১৩৮০ মিটার হ‌ওয়ায়, শুধুমাত্র ছোট বিমান ওঠানামা করতে পারবে। বড় বিমান চলাচলের ক্ষেত্রে অন্ততপক্ষে ১৮০০ মিটার রানওয়ে প্রয়োজন। দ্রুত রানওয়ে সম্প্রসারণের কাজ শুরু হবে বলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

দক্ষিণ দিনাজপুর জেলা শাসক আয়েশা রানি জানান, এদিন বালুরঘাট বিমানবন্দর নিয়ে এয়ারপোর্ট অথরিটি রাজ্য পরিবহণ দফতর এবং জেলা ভূমি দপ্তরের জয়েন্ট ভিজিট হয়। বড় বিমান চলাচলের ক্ষেত্রে ১৮০০ মিটার রানওয়ে প্রয়োজন। রান‌ওয়ের একদিকে সরকারি জমি রয়েছে। অপরদিকে বেসরকারি জমি রয়েছে। প্রয়োজনীয় জমির ব্যবস্থা দ্রুত করা হবে বলে জানা গেছে ।

আরও পড়ুনঃ দুর্গাপুর স্টিল প্ল্যান্টে গ্যাস লিক, মৃত ৩, বিদায় শিল্পী, ফুটবলার সুরজিৎ