জুলাই 5, 2024
Latest:
আন্তর্জাতিক

ভেন্টিলেটরে রুশদি, ক্ষতিগ্রস্ত লিভার, চোখ

এনএফবি, ওয়েব ডেস্কঃ

ভালো নেই সাহিত্যিক সলমন রুশদি৷ ছুরির আঘাত এতোটাই গুরুতর একটা হাতের নার্ভ সহ একটা চোখ নষ্ট হতে চলেছে ৷ আপাতত ভেন্টিলেটরে রয়েছেন তিনি ৷ তাঁর লিভার ও ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

শুক্রবার নিউইয়র্কের শতকা ইন্সটিটিউশনের অনুষ্ঠান মঞ্চে ভাষণ দিতে উঠেছিলেন ৷ বক্তৃতা শুরু হতেই আচমকা এক ব্যক্তি মঞ্চে উঠে তাঁর ওপর ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ বসাতে থাকে ৷ মঞ্চেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রুশদি ৷সঙ্গে সঙ্গে এয়ার লিফ্ট করে হসপিটালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷

অন্যদিকে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গেছে অভিযুক্তের নাম হাদি মাতার (২৪) ৷ নিউজার্সির বাসিন্দা কি কারণে হামলা চালালো তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ ৷ আশির দশকের শেষে তাঁর লেখা স্যাটানিক ভার্সেসের জন্য মৌলবাদীদের বিষ নজরে পড়েন তিনি ৷ মৃত্যু পরোয়ানা জারি করেন ইরানের তৎকালীন নেতা আয়াতোল্লা রুহোল্লা খোমেইনি ৷গত ২০ বছর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রেরই বাসিন্দা তিনি ৷গতকালের হামলার নেপথ্যে এই ঘটনাই রয়েছে কিনা তারই তদন্তে নেমেছে পুলিশ ৷