এনএফবি, নিউজ ডেস্কঃ
আশঙ্কাই সত্যি করে কৃষ্ণসাগরে বাজল রণডঙ্কা। ইউক্রেনে (Ukraine-Russia War) সামরিক অভিযানের ঘোষণা করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সুত্রে এই খবর জানা গেছে।
রাশিয়ার এই চরম পদক্ষেপে কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বেজে গেল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বৃহস্পতিবার পুতিন বলেন, ” সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি।” একইসঙ্গে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার এই অভিযানের বিরোধিতা যারা করবে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করবে মস্কো।
ইউক্রেনের উপর রাশিয়ার হামলাকে প্ররোচনাহীন এবং অযৌক্তিক বলে নিন্দা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে প্রেসিডেন্ট বাইডেন বলেন, বিশ্ব রাশিয়ার কাছে এই যুদ্ধের জন্য জবাবদিহি চাইবে।
বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হয়ে গেছে রাশিয়া ইউক্রেন সেনা সঙ্ঘাত। ইউক্রেনের সেনা অস্ত্রত্যাগের কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
সংবাদ সংস্থা এএফপি-র দাবি, রুশ সেনা ইতিমধ্যেই ডনবাস এলাকায় (ডোনেৎস্ক ও লুহানস্ক এলাকাকে একত্রে এই নামে ডাকা হয়) সামরিক অভিযান শুরু করে দিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।
#UPDATE Russian President Vladimir Putin announces military operation in Ukraine to defend separatists in the east of the country, and “demilitarise and de-nazify” its pro-Western neighbour.
— AFP News Agency (@AFP) February 24, 2022
He denounced what he called a “genocide” orchestrated by Ukraine and NATO aggression pic.twitter.com/skcp2nee33
আরও পড়ুনঃ পূর্ব ইউরোপে যুদ্ধের দামামা! বিছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন ঘোষণা রাশিয়ার