ইউরোপের বৃহত্তম পরমাণু কেন্দ্রে রুশ ক্ষেপনাস্ত্র হামলা

এনএফবি, নিউজ ডেস্কঃ

ইউরোপের সবচেয়ে বড় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে আছড়ে পড়েছে রুশ ক্ষেপনাস্ত্র। যাকে ঘিরে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবারই জানা যায় রুশ ফৌজের দখলে চলে গিয়েছে জাপরজাই পরমাণু কেন্দ্র। ‘ইন্টারন্যাশানাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’(IAEA)-কে রাশিয়া জানিয়ে দেয় যে তাদের সেনা ইউক্রেনের জাপরজাই পরমাণু কেন্দ্রের আশেপাশের সমস্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। পরে জানা গিয়েছে, শুক্রবার রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় আগুন ধরে গিয়েছে একাংশে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

আক্রান্ত এলাকা থেকে তেজস্ক্রিয়তা ছড়াতে পারে, এই আতঙ্ক ক্রমেই বাড়ছে। যত দ্রুত সম্ভব ওই কেন্দ্রে হামলা চালানো বন্ধ করুক রাশিয়া, আবেদন জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। একই আবেদন জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও। পাশাপাশি তিনি এই বিষয়ে দ্রুত রাষ্ট্রসংঘে বৈঠকের দাবিও জানিয়েছেন।

যদিও পরমাণু কেন্দ্রের কর্তৃপক্ষের দাবি আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবুও আতঙ্কের প্রহত কাটাচ্ছেন ইউক্রেনবাসী।

আরও পড়ুনঃ ইউক্রেনে মৃত আরও এক পড়ুয়া