এনএফবি ডেস্ক, নয়া দিল্লিঃ
যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বুধবার ভারত সফরে আসছেন রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ। বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে রুশ বিদেশমন্ত্রীর সফরসূচী জানানো হয়। বুধবার বেজিং-এ ছিলেন লাভরভ। জানা গেছে, সেখান থেকেই সরাসরি নয়া দিল্লিতে আসবেন তিনি। পাশাপাশি একই সময়ে ভারতে আসছেন হোয়াইট হাউসের বিশ্ব অর্থনীতি বিষয়ক উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিংয়ের। ইউক্রেনে অভিযানের প্রেক্ষাপটে পুতিনের দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হোয়াইট হাউসের এই পদস্থ আধিকারিক। ভারতের মন্ত্রীদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে জানা গেছে।
এদিকে বুধবার এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন,” ভারতের উচিৎ এই যুদ্ধ থামানোর বিষয়ে রুশ প্রেসিডেন্টকে রাজি করানো।”
আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার কথা বললেও ভারত কিন্তু এই যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিতেই চেয়েছে। তবে আমেরিকা যখন যখন রাশিয়ার সঙ্গে যাবতীয় বাণিজ্যিক সম্পর্ক বাতিলের পক্ষে, ঠিক তখনই মস্কোর থেকে সস্তায় জ্বালানি কেনার প্রস্তাব লুফে নিয়েছে নয়া দিল্লি। যার জেরে অসন্তুষ্ট হলেও এখনও ভারতের উপর পাল্টা পদক্ষেপের রাস্তায় হাঁটেনি ওয়াশিংটন। গত সপ্তাহেই ভারতে এসেছিলেন চিনের বিদেশ মন্ত্রী। এই আবহে প্রথমে চিন পরে রাশিয়ার বিদেশ মন্ত্রীর ভারত সফরের প্রভাব আন্তর্জাতিক মহলেও পড়বে বলে মনে করা হচ্ছে।