জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

ইংল্যান্ডকে অভিনন্দন সচিনের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয় করতে পারল না ইন্ডিয়া। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-২ ফলাফল নিয়েই খুশি থাকতে হল ভারতীয় দলকে। তবে সিরিজের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে বেন স্টোকসের নেতৃত্বাধীন দল। তাই তাদের প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি সচিন টেন্ডুলকর।
এই দিন রুট-বেয়ারস্টো’র অপ্রতিরোধ্য ব্যাটিং মুগ্ধ করেছে ভারতীয় ক্রিকেট ঈশ্বর সচিনকে। গত মঙ্গলবার ম্যাচ জেতার পর একটি টুইট করেন তিনি। সেখানে সচিন লেখেন, “দুরন্ত জয় তুলে নিয়ে টেস্ট সিরিজ ড্র করল ইংল্যান্ড। জো রুট এবং জনি বেয়ারস্টো স্বপ্নের ছন্দে রয়েছেন। তাদের দেখে মনে হচ্ছিল, একবারে সহজ ব্যাটিংটা। ইংল্যান্ড ম্যাচ জেতার জন্য তোমাদের অভিনন্দন।”
টেস্টে ইংল্যান্ডের জন্য ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা স্থির করেছিল জসপ্রীত বুমরাহ’র নেতৃত্বাধীন ভারতীয় দল। এই রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে দেখা যায় ইংরেজ ব্যাটারদের। ওপেন করতে নামা আলেক্স লিস (৫৬) এবং জ্যাক ক্রাউলি (৪৬)’র জুটি ধূমধারাক্কা ক্রিকেট খেলে ২১ ওভারে ১০৭ রানে পৌঁছে দেয় ইংল্যান্ড’কে। এর পর অনবদ্য ব্যাটিং করতে দেখা যায় জো রুট (১৪২) এবং জনি বেয়ারস্টো (১১৪)’কে। এই সুবাদে ৭ উইকেটের বিনিময় ম্যাচটি জিতে নিয়ে টেস্ট সিরিজ ২-২ ফলাফলে ড্র করে দেয় ইংল্যান্ড।

ইংল্যান্ড তাদের সর্বোচ্চ সফল ৩৭৮ রান তাড়া করার পর এজব্যাস্টন টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় নিশ্চিত করে। জনি বেয়ারস্টো ব্যাট হাতে তাঁর পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন।দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করে মোট ২২০ রান করেন তিনি। চার শতরান এবং একটি অর্ধশতকের সাহায্যে নয়টি ইনিংসে ৭৩৭ রান করে সিরিজে সর্বোচ্চ স্কোরার হিসাবে শেষ করার পরে জো রুট ইংল্যান্ডের প্লেয়ার অফ দ্য সিরিজ ছিলেন।