জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

কমনওয়েলথে ক্রিকেট ফেরায় খুশি সচিন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কমনওয়েলথ গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তনে দেখে কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকার তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। হরমনপ্রীত কউরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল বর্তমানে মেগা ইভেন্টে অংশ নিচ্ছে। ভারত বার্মিংহ্যামের এজব্যাস্টনে মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং ৩ উইকেটে হেরে যায়।

ম্যাচ শুরুর আগে, হরমনপ্রীত কউর ও তাঁর সতীর্থদেরকে ইভেন্টে তাঁদের অভিযানের আগে শুভেচ্ছা জানান তেন্ডুলকার। মাস্টার ব্লাস্টার আশা করেছেন যে কমনওয়েলথ গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির ফলে মহিলাদের ক্রিকেট অনেক উপকৃত হবে এবং বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছতে পারবে।তেন্ডুলকার টুইটারে লিখেছেন, “কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে ফিরে আসতে দেখা অনবদ্য। আশা করি এর ফলে আমাদের সুন্দর খেলাটি নতুন দর্শকদের কাছে পৌঁছে যাবে। @BCCIWomen’s Team কে তাদের #CWG22 অভিযানের জন্য শুভকামনা।”