সচিনের উচিত নিজে থেকে বিরাটকে ফোন করা, বলছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অফ ফর্ম বজায় বিরাট কোহলির। চোট সারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে তে মাঠে নামলেও রান পাননি প্রাক্তন ভারত অধিনায়ক। এবার তার যা অবস্থা ফর্ম ফিরে পাওয়া কঠিন। প্রাক্তন ভারতীয় ব্যাটার অজয় জাদেজা মনে করেন, বিরাটের এখন যা অবস্থা তাকে একমাত্র ঠিক করতে পারেন সচিন তেন্ডুলকার। এক সাক্ষাৎকারে জাদেজা জানালেন,”আমি ৮ মাস আগেও যা বলেছি এখনও সেটা বলছি। বিরাটের অবস্থা একমাত্র বুঝতে পারবে সচিন। সচিনের নিজে থেকে বিরাটকে ফোন করে বলা উচিত চল একদিন দুজনে মিলে ভালো খাবার খেতে যাই। কারণ সচিনই একমাত্র ক্রিকেটার যে ১৪-১৫ বছর থেকে খেলছে আর কখনও নিজের ছন্দ হারায়নি।” এরপরে জাদেজা আরও বলেন,” বিরাটের সমস্যাটা মানসিক। বিরাট যদি নিজে ফোন না করে সচিনের করা উচিত। জুনিয়র ক্রিকেটাররা খারাপ সময়ে যেতেই পারে সিনিয়রদের উচিত এগিয়ে এসে পরামর্শ দেওয়া। আশা করব মাস্টার -ব্লাস্টার এটা করবে।” প্রসঙ্গত ২০১৪ সালে গোটা ইংল্যান্ড সফরে ব্যাট হাতে ব্যর্থ হন কিং কোহলি। এরপরে নিজে থেকে যান সচিনের কাছে তার পরামর্শ নিতে এরপরে বিরাট হারানো ফর্ম ফিরে পান।
প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে চোটের কারণে নামতে না পারলেও চোট কাটিয়ে দ্বিতীয় একদিনের ম্যাচে আবার দলে ফিরেছিলেন বিরাট কোহলি। কিন্তু ব্যাট হাতে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন তিনি। পরিস টপলের বলে সেই উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়েই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। মাত্র ১৬ রান করতে পেরেছিলেন বিরাট কোহলি।
বৃহস্পতিবার বিসিসিআই-এর নির্বাচকমণ্ডলী যে দল বেছে নিয়েছে তাতে নাম নেই প্রাক্তন ভারত অধিনায়কের। বিভিন্ন মহল থেকে পরবর্তীতে লাগাতার ক্রিকেট খেলার ফলে বিরাটকে বিশ্রাম দেওয়া হয়ে বলে জানানো হতে পারে। তবে, এটা বুঝতে অতি বিচক্ষণ হওয়ার দরকার পড়ে না যে ভারতের দল থেকে বাদ পড়েছেন কোহলি।

দীর্ঘ তিন বছর ধরে চেনা ছন্দের ধারের কাছে নেই বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে শেষ শতরান এসেছিল ২০১৯ সালে। লাগাতার ব্যর্থ কোহলিকে দল থেকে বাদ দেওয়া নিয়ে আওয়াজ তুলে ছিলেন প্রাক্তন তারকারা। অবশেষে সেই পথই বেছে নিল বোর্ডের নির্বাচক মণ্ডলী।
যদিও বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অফ ফর্মে থাকা কোহলির পাশে দাঁড়িয়েছেন।