জুলাই 1, 2024
Latest:
স্থানীয়

হলদিয়ার কারখানায় বেতন সংক্রান্ত চুক্তি সম্পন্ন, শ্রমিক মহলে খুশির হাওয়া

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

হলদিয়া শিল্পাঞ্চলের আবারও দুটো কারখানার বেতন সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে ৷ শ্রমিক মহলে স্বভাবতই খুশির হাওয়া ৷ বেশ কয়েক দিন আলোচনার পর আজ Indorama India pvt ltd এবং Haldia Petrocarbon and Chemicals Pvt. Ltd নামক দুটি কোম্পানির চুক্তিপত্র স্বাক্ষরিত হলো ৷ উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার পূর্ণেন্দু মাঝী, চেয়ার ম্যান জোতির্ময় কর, অ্যাডিশনাল লেবার কমিশনার তীর্থংকর সেনগুপ্ত, ডিএলসি শ্যামল রায়চৌধুরী, আইএনটিটিইউসি পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শিবনাথ সরকার, আইএনটিটিইউসি জেলা কমিটি, কোম্পানি ম্যানেজমেন্ট এবং শ্রমিক কর্মচারী বন্ধুরা। ইন্দরামা কারখানাতে শ্রমিকদের চার বছরের জন্য বেতন চুক্তিতে সর্বমোট ৫৫০০ টাকা বেড়েছে। কারখানায় প্রায় ৮৫০ শ্রমিকের মুখে হাসি ফুটেছে প্রায় দেড় বছর ধরে এই বেতন সংক্রান্ত চুক্তি আটকে ছিল, তার জট আজ খুলল। আরেকটি কোম্পানি হলদিয়া পেট্রোল কার্বন কারখানার ৩০০ শ্রমিকের বেতন সংক্রান্ত চুক্তি সম্পন্ন হল। তাদের তিন বছরের চুক্তিতে ৩০০০-৪০০০-৪২০০ টাকা এই ভাবে বৃদ্ধি পেয়েছে।