এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদার আইএনটিটিইউসির ইউনিয়ন অফিসে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ও রামকো সিমেন্টের আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের কমিটি ঘোষণা হলো। নতুন কমিটির পরামর্শদাতা হলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, সভাপতি শিবনাথ সরকার, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যকরি সভাপতি সেলিম আলি অপর দিকে রামকো সিমেন্ট এর কার্যকারী সভাপতি টুটুল মল্লিকের নাম ঘোষণা করেন তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার। এদিন শিবনাথ সরকার নতুন কমিটির নাম ঘোষণা করার পাশাপাশি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে ছয়টি ইউনিট রয়েছে আবারো একটি ইউনিট বাড়ানোর কথা ভাবছেন জেলার শ্রমিক নেতৃত্বরা। এদিন শিবনাথ সরকার জানান, ” আগামী দিনে শ্রমিকদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আরও একটি ইউনিট বাড়ানোর চিন্তা ধারা নিয়েছি। তবে আমরা এই নিয়ে রাজ্য নেতৃত্বদের কাছে বিষয়টি জানাবো।” এ নিয়ে তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মাইতি কটাক্ষ করে বলেন, ” এক দিকে রাজ্যে এখন বিদ্যুতের চাহিদা কম আবার অপর দিকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রত্যহ একটি থেকে দু’টি ইউনিটে কাজ হতে দেখা যায়। বাকি ইউনিট বন্ধই হয়ে থাকে সব সময়। কিন্তু সেই পরিস্থিতিতেও ছয়টি ইউনিট থেকে আরও একটি ইউনিট বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন। রাজ্যে শিল্পে ভাঁড়ে মা ভবানী। গোটা বিশ্বের শিল্পপতিরা জানেন এরাজ্য শিল্পের অবস্থা। এরা আবার এ রাজ্যে নতুন করে শিল্প করবে, এটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে একটি অপমানজনক।” তিনি আরও বলেন, “এই সমস্ত ইউনিয়ন দুর্নীতি ও কাটমানির আখড়া এরা শুধুমাত্র কমিটি পরিবর্তন করতে থাকবে। তাই দুই দিন আগে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির অভিযোগে লিফলেটের ছড়াছড়ি হয়েছিল এটা সবাই এর জানা।” তবে এদিকে শ্রমিক নেতা সেলিম আলি ও টুটুল মল্লিককে আইএনটিটিইউসির কর্মীরা পুনরায় ফিরে পেয়ে মিষ্টিমুখ করিয়ে- মালা পরিয়ে আনন্দে মেতে ওঠে।