জুলাই 8, 2024
Latest:
জেলা

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না সালমার, জখম ইজাজ

এনএফবি, মুর্শিদাবাদঃ

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। প্রাচীরের তলায় চাপা পড়ে মৃত্যু হলো প্রথম শ্রেণীর এক পড়ুয়ার। গুরুতর জখম তারই বড় দাদা তৃতীয় শ্রেণীর পড়ুয়া। শনিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফরাক্কা থানার অর্জুনপুরে। পুলিশ জানিয়েছে, মৃত ওই পড়ুয়ার নাম সালমা খাতুন(৬) এবং জখম পড়ুয়ার নাম ইজাজ হোসেন(৯)। উভয়েই অর্জুনপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করতো।

জানা গিয়েছে, নিত্যদিনের মতো শনিবারও অর্জুনপুর স্কুলে দাদা ইজাজ হোসেনের সঙ্গে পড়াশুনা করতে গিয়েছিলো বোন সালমা খাতুন। অর্জুনপুর গ্রামের দুই পড়ুয়ায় একই স্কুলে পড়াশুনা করতো। দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিলো তারা। তখনই রাস্তার উপরে দুর্বল হয়ে থাকা একটি প্রাচীর হঠাৎ ভেঙে পড়ে। সেই প্রাচীরের নীচে চাপা পড়ে যায় ওই দুই পড়ুয়া। স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় অর্জুনপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সেখানেই মৃত্যু হয় প্রথম শ্রেণীর পড়ুয়া সালমা খাতুনের। সঙ্কটজনক অবস্থা ইজাজ হোসেনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী-সহ ফরাক্কা থানার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।