জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

কেশপুরে বালি মাফিয়া-গ্রামবাসীর হাতাহাতি, রাস্তা অবরোধ করে বিক্ষোভ

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১২ নং অঞ্চলের অন্তর্গত সরিষাখোলা গ্রামে বালি বোঝাই ট্রাক্টরের দৌরাত্ম্য দিনের পর দিন বেড়েই চলেছে। তার জেরে গ্রামবাসীদের সঙ্গে হাতাহাতি শুরু হয় ট্রাক্টর চালকদের।

বিশ্বনাথপুর থেকে বালি বোঝাই করে আসা ট্রাক্টরগুলি সরিষাখোলা গ্রামে ঢোকার সামনের রাস্তার উপর গাড়ি রেখে দোকানে খাবার খাচ্ছিল। রাস্তার উপরে চলাচল করতে অসুবিধা হওয়ায় গ্রামবাসীরা তাদেরকে জানালে তৎক্ষণাৎ চালকরা চড়াও হয় গ্রামবাসীদের উপর।এরপরই গ্রামবাসীদের সঙ্গে বালি মাফিয়াদের হাতাহাতি শুরু হয়ে যায় । আবু তাহের নামে এক গ্রামবাসীর মাথার কাছে কেটে যায়। শুরু হয়ে যায় রক্তপাত। আবু তাহেরকে গ্রামবাসীরা কেশপুরে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়।

ইতিমধ্যেই গ্রামবাসীদের পক্ষ থেকে কেশপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।