জুলাই 7, 2024
Latest:
ক্রীড়া

নতুন ভূমিকায় সন্দীপ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা প্রাক্তন গোলরক্ষক সন্দীপ নন্দীকে। গত শনিবার (১৫ জানুয়ারি) লেসলি ক্লিভলির পরিবর্তে প্রাক্তন মহামেডানের গোলরক্ষক কোচ মিহির সাওয়ান্তকে দলে নেয় এসসি ইস্টবেঙ্গল। শনিবার মিহিরের পরিবর্ত হিসেবে সাদা-কালো ব্রিগেডে যোগ দিলেন সন্দীপ।

ভারতীয় ফুটবলে বহু যুদ্ধের নায়ক বর্ধমানের সন্দীপ অসংখ্য ম্যাচ নিজের দক্ষতায় বাঁচিয়েছেন। দাপটের সঙ্গে গোলপোস্টের নিচে প্রায় ১৯ বছর বহু দলকে নির্ভরতা দিয়েছেন। লাল-হলুদের হয়ে আশিয়ান জয়ের পাশাপাশি সবুজ-মেরুন জার্সিতেও দাপটের সঙ্গে খেলেছেন তিনি।

শনিবার মহমেডান তাঁবুতে গোলরক্ষক কোচ হিসেবে সন্দীপ নন্দীর যোগদানের কথা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস, সচিব দানিশ ইকবাল সহ মহামেডানের কর্মকর্তারা। সাংবাদিক বৈঠক হওয়ার কথা থাকলেও, সুভাষ ভৌমিকের প্রয়াণে তা স্থগিত করা হয়।এই দায়িত্ব নেওয়ার পর সন্দীপ বলেন, “দুই প্রধানে খেললেও মহামেডানে খেলার সুযোগ আসেনি আমার। তাই এক কথায় বলা যায় দুধের স্বাদ ঘোলে মেটালাম। মহামেডান স্পোর্টিং থেকেই আমার কোচিং কেরিয়ারের শুরু হচ্ছে। আমি দুই প্রধানের সমর্থকদের ভালবাসা ও ঐতিহ্যের অংশ হতে পেরেছি। এবার মহামেডান ক্লাবের ঐতিহ্যের অংশ হতে পেরে খুব আনন্দিত ও গর্বিত। আমি দীর্ঘদিন ধরে বলে এসেছি যে, মহামেডানকে বাদ রেখে ভারতীয় ফুটবলের উন্নতি হতে পারে না। দুই প্রধান আইএসএল খেলছে এখন। আমি আশা করছি আমাদের দল ভবিষ্যতে আইএসএল খেলবে।”