একই গাড়িতে গোয়াতে সারা ও গিল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতীয় ক্রিকেটার শুভমন গিল এবং সচিন তেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকারের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিন ধরেই চলছে। এবার তারা দুই জনই আইপিএলের আগে গোয়াতে সময় কাটিয়েছে এমনটাই ভাবা হচ্ছে। কারণ তাঁদের দুজনকেই ipl শুরুর আগে গোয়াতে দেখা গিয়েছে। ইন্সট্রাগ্রামের ছবিতে দেখা যাচ্ছে গিল মহিন্দ্রা একটি গাড়ির সামনে থারেতে আছেন।এবং অন্য ছবিতে দেখা যাচ্ছে।গাড়িতে আছেন সারা। দুটো ছবিই গোয়ার মনে করা হচ্ছে। দুজনই একই গাড়িতেই ছিলেন। দুটো ছবিই গোয়ার। যদিও এই দাবির স্বপক্ষে এখনও কিছু পাওয়া যায়নি।

গত বছর চেলসি বনাম নরউইচ সিটির ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন শুভমন গিল। শোনা গিয়েছিল গ্যালারিতে শুভমনের সঙ্গে হাজির ছিলেন সচিন তেন্ডুলকরের কন্যা সারা। সারাও লন্ডনে ছিলেন। শুভমনও ছুটি কাটাতে সেখানে গিয়েছেন। এছাড়া কিছুদিন আগে সারা তেন্ডুলকর কয়েকটি ছবি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে। সেখানে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন সারা। নিজের নিউড ফিডে সারা পোস্ট করেছেন তাঁর ঘুরে বেড়ানোর ক্লিপিংস। সেখানে স্কটল্যান্ডের মনোরম পরিবেশে লং ড্রাইভে বেরিয়েছেন তিনি, এমনই দেখা যাচ্ছে। সেই পোস্টের নিচে কমেন্টে অনেকেই শুভমনের খোঁজও করেন হাসির ইমোজি দিয়ে।
কলকাতা নাইট রাইডার্স এবার নিলামের আগে শুভমনকে ছেড়ে দিয়েছিল। এরপরই গুজরাত টাইটান্স দলে নেয় শুভমনকে, ব্যাট হাতে ভালোই পারফরমেন্স করছেন তিনি।
বৃহস্পতিবার গুজরাত টাইটান্স মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। রাজস্থান লখনউয়ের বিরুদ্ধে তাদের আগের ম্যাচটি ৩ রানে জিতেছে এবং দুর্দান্ত নেট রান রেটসহ ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারের সাথে তালিকার শীর্ষে রয়েছে।

অন্যদিকে, হায়দ্রাবাদের কাছে গুজরাত টাইটান্স মরশুমে তাদের প্রথম হারের সম্মুখীন হয়েছে এবং তারা পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে। তারা ছয় পয়েন্ট পেলেও নেট রান রেট উন্নত করার চেষ্টা করবে। দুটি দলে কোন সদস্যেরই কোন চোট-আঘাতের খবর নেই।
সম্ভাব্য প্রথম একাদশঃ
রাজস্থান রয়্যালস:- জস বাটলার, দেবদত্ত পাডিকল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রসি ভান ডার ডুসেন, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্র অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চহাল, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলীদ সেন
গুজরাত টাইটানস:- শুভমন গিল, ম্যাথু ওয়েড/ঋদ্ধিমান সাহা(উইকেটরক্ষক), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, লকি ফার্গুসন, মহম্মদ শামি, দর্শন নালকান্দে।