অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
আবারও বাইশ গজে সৌরভ গঙ্গোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক চললে লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণে ফের একবার প্যাড, গ্লাভস পরে মাঠে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার নিজেই সেই কথা জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ হতে চলেছে ভারতের মাটিতে। এবারই আবার স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিও হচ্ছে। সেই উপলক্ষ্যেই একটি বিশেষ ম্যাচে লেজেন্ডস লিগ ক্রিকেটে দেখা যেতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়ককে। আর এই খবরে যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে খুশির আবহ তৈরি হয়েছে তা বলাই বাহুল্য।
কয়েকদিন আগেই লেজেন্ডস লিগ ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের খেলা নিয়ে একটি জল্পনা শুরু হয়েছিল। যদিও সেই সময় প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ নিজেই সেই খবর নস্যাত করেছিলেন। তার মাত্র কয়েকদিনের মধ্যে নিজেই ক্রিকেট ভক্তদের কাছে সুসংবাদটা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার ভারতের মাটিতে হতে চলেছে লেজেন্ডস লিগ ক্রিকেট। সেখানেই একটি বিশেষ ম্যাচ খেলতে চলেছেন তিনি। স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষ পূর্তির জন্যই নাকি এই সিদ্ধান্ত মহারাজের। নিজের ইনস্টাগ্রাম পেজে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, “নিজের প্রস্তুতির আনন্দ উপভোগ করছি এবং আজাদি কী মহোৎসব ও ভারতের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে একটি বিশেষ এবং চ্যারিটি ম্যাচে খেলতে নামব। স্বাধীনতার পাশাপাশি দেশের নারী শক্তিকে আরও উন্নত করার জন্যই এই ম্যাচ খেলার সিদ্ধান্ত। শীঘ্রই ফের পিচে নামতে চলেছি”।