জুলাই 5, 2024
Latest:
দেশ

‘বেটি বাঁচাও,বেটি পড়াও’ বিজ্ঞাপনের খরচ ৪০১ কোটি

এনএফবি, নিউজ ডেস্কঃ

প্রকল্পের মোট ব্যায়ের ৫৮ শতাংশই বিজ্ঞাপন খাতে খরচ হয়েছে। বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানালেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। জানালেন প্রধানমন্ত্রীর সাধের ‘ বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পে ২০১৪-১৫ থেকে চলতি অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৬৮৩ কোটি ৫ লক্ষ টাকা, তার মধ্যে বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে ৪০১ কোটি ৪ লক্ষ টাকা। অর্থৎ মোট খরচের ৫৮ শতাংশ।

যদিও এই দাবি নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কারণ, গত বছরের ডিসেম্বর মাসেই এই প্রকল্পে কাজের অগ্রগতি খতিয়ে দেখার জন্য গঠিত সংসদীয় কমিটির রিপোর্ট সামনে এসেছিল। সেখানে পরিস্কার জানানো হয়েছিল, মোট বরাদ্দের ৭৮.৯১ শতাংশই প্রচার খাতে খরচ হয়েছে। তবে সেই হিসাব ছিল ২০১৯-২০ অর্থবর্ষের।

আরও পড়ুনঃ বদলা নেওয়া হল না, মুম্বই ম্যাচ ড্র এটিকে মোহনবাগানের