নির্দিষ্ট স্থানে গড়ে উঠুক স্কুল, ডেপুটেশন জেলাশাসককে

এনএফবি,কোচবিহারঃ

কোচবিহার জেলার তুফানগঞ্জে নবোদয় স্কুল নির্দিষ্ট জায়গায় তৈরি করার দাবিতে কোচবিহার জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল তুফানগঞ্জ নাগরিক মঞ্চ। মঙ্গলবার কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ানের কাছে ওই স্মারকলিপি দেওয়া হয়। এদিন সম্পাদক কৃষ্ণচন্দ্র বর্মণ, কার্যকারী সভাপতি রঞ্জিত সরকার, সহ সভাপতি অনন্ত কুমার পাল ও হরিদাস পাল সহ উপস্থিত ছিলেন আরও অনেকে।
অভিযোগ, কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় অবস্থিত নবোদয় বিদ্যালয়। যা প্রতিষ্ঠিত হয়েছে ২০০৬-২০০৭ সালে। কিন্তু দীর্ঘ ১৫ বছর ধরে ওই বিদ্যালয়ের তুফানগঞ্জ কলেজের বিজ্ঞান বিভাগের একটি কক্ষে অল্প জায়গায় ক্লাস করানো হচ্ছে। তারপাশেই কলেজের এসটি-এসসি ছাত্রাবাসের একটি ঘরেই তিনজন ছাত্ররা মিলে একটা বিছানায় থাকছে। প্রত্যেক বছর গরীব মেধাবী এবং তপশিলি জাতিরাই বেশিরভাগ সুযোগ পায় এই নবোদয় স্কুলে। এখানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৬০০ মতন ছাত্রের পরিসংখ্যান আছে। কিন্তু জায়গার অভাবে প্রত্যেক বছর ২০০ জনের বেশি ভর্তি হতে পারছে না। বাকি ৪০০ জন ছাত্রের আসন বাকি থাকছে। তাই তাদের দাবি, এই নবোদয় বিদ্যালয় সঠিক স্থানে সঠিকভাবে প্রতিষ্ঠিত হোক এবং মেধাবী ছাত্রছাত্রীরা প্রত্যেক বছর ৬০০ জনের মতো ভর্তি হোক।